Skip to main content

গাড়ীতে বসলে ‘বমি’ আসে আপনার? তাহলে জেনে নিন কি করতে হবে আপনাকে!

গাড়িতে চেপে বসেছেন কোথাও যাবেন বলে। গাড়ি চলছে। কিছুদূর যেতেই শরীরটা কেমন কেমন লাগছে, মাথা ঘোরাচ্ছে, বমি বমি লাগছে এবং শেষে বমি হয়েও গেল। একবার নয়, একাধিকবার। বমি হয়ে যে স্বস্তি, তাও নয়। শরীরটা কেমন কেমন যেন লাগছে।
যেকোনো যান বাহনে চড়ার পর অনেকেরই এমন অবস্থা হয়। এ সমস্যার নাম মোশান সিকনেস। গাড়ি যখন চলা শুরু করে, আর আপনার দৃষ্টি গাড়ির ভেতরে, তখন আপনার অন্তঃকর্ণ বলে, আপনিও চলছেন গাড়ির গতিতে। কারণ গাড়ি চলার সঙ্গে সঙ্গে আপনার অন্তঃকর্ণেও তরল পদার্থের নড়াচড়া হয়। সে জন্য অন্তঃকর্ণ চলার সিগন্যাল পাঠায় আপনার মস্তিষ্কে। কিন্তু আপনার চোখ বলে না। আপনি স্থির আছেন; চলছে না কিছুই।
এমন অবস্থায় আপনার ব্রেন বলে, বেচারা চোখ অথবা অন্তঃকর্ণ দুটোর যে কোনো একটা ঘোরের মধ্যে আছে। ভাবে, কোনো বিষাক্ত জিনিস খাওয়ার কারণই এমন নেশার অবস্থা হয়েছে। সুতরাং বিষাক্ত জিনিস বের করিয়ে দিতে দেয় বমি করিয়ে। বমি হয়।
মোশান সিকনেস পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব নয়। তবে চলার পথেকিছু টিপস উপকারে আসবে।
– গাড়ির ভেতরে দৃষ্টি নিবদ্ধ না রেখে যতদূর সামনে দৃষ্টি যায়, তাকিয়ে থাকুন। আপনার অন্তঃকর্ণ ও চোখ তখন একই সিগন্যাল পাঠাবে মস্তিষ্কে ‘গাড়ি চলছে, আপনিও চলছেন।’
– জানালার কাছে সিট নিন। জানালা খুলে দিন। ঠাণ্ডা বাতাস পরশ বোলাবে শরীরে। ভালো লাগবে।
– হালকাভাবে দুই চোখ বন্ধ করে রাখুন। অথবা একটু তন্দ্রাচ্ছন্নভাব নিয়ে আসুন।
– গাড়ি চলছে। চলন্ত গাড়িতে বই, পত্রিকা পড়া থেকে বিরত থাকুন। বই, পত্রিকা পড়লে দৃষ্টি স্থির থাকবে গাড়ির ভেতরে। তাই বমির উদ্রেগ হতে পারে।
– গাড়িতে উঠলেই বমি হবে, এরকম চিন্তা মনে আনা যাবে না। অন্য চিন্তা করতে হবে। এ সময় গাড়ির বাহনের বাইরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হবে।

Comments

Popular posts from this blog

GTA Vice City Lite Apk + Data + Compressed 199mb

Description Welcome back to Vice City, Welcome back to the 1980s From the decade of big hair, excess and pastel suits comes a story of one man’s rise to the top of the criminal pile, Vice City, a huge urban sprawl ranging from the beach to the swamps and the glitz to the ghetto, was one of the most varied, complete and alive digital cities ever created, Combining open-world gameplay with a character driven narrative, you arrive in a town brimming with delights and degradation and given the opportunity to take it over as you choose Features • Beautifully updated graphics, character models and lighting effects • New, precisely tailored firing and targeting options • Custom controls with a fully customizable layout • Massive campaign with countless hours of gameplay • Compatible with the MoGa Wireless Game Controller and select USB gamepads • Integrated with Immersion tactile effects • Tailor your visual experience with adjustable graphic settings Requi

ফেসবুকেই মিলবে প্রয়োজনীয় গ্রুপের রক্ত ও পর্যাপ্ত রক্তদাতা ।

প্রযুক্তির নিগূঢ় ছোয়ায় গোটা বিশ্ব যখন হাতের মুঠোয় তখন সামাজিক যোগাযোগ সাইট গুলো সহ বিভিন্ন মাধ্যমে এখনো অনবরত চেয়ে যেতে হয় দরকারি গ্রুপের রক্ত ও রক্ত দাতাদের। তবে আগের চেয়ে রক্ত যোগার টা বেশ সহজ হয়েছে বটে তবে রক্তদাতা থাকা সত্ত্বেও আগ্রহী গণ যথাসময়ে সে রক্ত পায় না বা বলা যায় রক্ত দাতাদের সাথে যোগাযোগ ও করা যায় না। এতসব কথা মাথায় রেখেঅনিরুদ্ধ চক্রবর্তী তৈরি করেছেন ফেসবুক ভিত্তিক এক বিশেষ রোবট যা কিনা আপনাকে খুজে দেবে আপনার প্রয়োজনীয় গ্রুপের রক্ত দাতাদের এমন কি আপনার এলাকাতেই। আপনার ফেবু বন্ধু না হওয়া সত্ত্বেও এই সেবা পাচ্ছেন একদম ই বিনামূল্যে। রোবটির নাম হচ্ছে “ব্লাড বট”। এই ব্লাড বট উন্মুক্তের কয়েক সপ্তাহের মাঝে ৭ হাজারের অধিক রাক্তাদাতা ব্লাড বটের সাথে যুক্ত হয়েছেন। ৭০০ জনের অধিক মানুষ রক্ত চেয়ে বার্তা পাঠিয়েছেন। ব্লাড বট কি? ব্লাড বট ফেইসবুকের মেসেঞ্জার ভিত্তিক অ্যাপ্লিকেশন। রক্তদাতা এবং গ্রহীতাদের মধ্যে যোগাযোগের একটি প্লাটফর্ম। যারা রক্ত দিতে ইচ্ছুক তারা বটকে রক্তের গ্রুপ, লোকেশন দিয়ে বার্তা পাঠালেই হবে। যখন কেউ রক্ত চেয়ে বটকে বার্তা পাঠাবে তখন বট

বাংলা টাইপিং এ যারা দুর্বল তাদের কাজে লাগবে।

১. ক্ষ = ক+ষ  ২. ষ্ণ = ষ+ণ  ৩. জ্ঞ = জ+ঞ  ৪. ঞ্জ = ঞ+জ  ৫. হ্ম = হ+ম  ৬. ঞ্চ = ঞ+চ  ৭. ঙ্গ = ঙ+গ  ৮. ঙ্ক = ঙ+ক  ৯. ট্ট = ট  + ট  ১০. ক্ষ্ম = ক্ষ + ম = ‍ক + ষ + ম  ১১. হ্ন = হ + ন  ১২. হ্ণ = হ + ণ  ১৩. ব্ধ = ব + ধ  ১৪. ক্র = ক + ্র (র-ফলা)  ১৫. গ্ধ = গ + ধ  ১৬. ত্র = ত + ্র (র-ফলা)  ১৭. ক্ত = ক + ত  ১৮. ক্স = ক + স  ১৯. ত্থ = ত + থ (উদাহরন: উত্থান, উত্থাপন)  ২০. ত্ত = ত + ত (উদাহরন: উত্তম, উত্তর, সত্তর)  ২১. ত্ম = ত + ম (উদাহরন: মাহাত্ম্য) নিচের যুক্তবর্ণের তালিকাটি বাংলা সঠিকভাবে ল িখতে সহায়ক হতে পারে। এখানে বাংলায় ব্যবহৃত ২৮৫টি যুক্তবর্ণ দেওয়া হয়েছে। এর বাইরে কোন যুক্তবর্ণ সম্ভবত বাংলায় প্রচলিত নয়। ক্ক = ক + ক; যেমন- আক্কেল, টেক্কা ক্ট = ক + ট; যেমন- ডক্টর (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/ বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত) ক্ট্র = ক + ট + র; যেমন- অক্ট্রয় ক্ত = ক + ত; যেমন- রক্ত ক্ত্র = ক + ত + র; যেমন- বক্ত্র ক্ব = ক + ব; যেমন- পক্ব, ক্বণ ক্ম = ক + ম; যেমন- রুক্মিণী ক্য = ক + য; যেমন- বাক্য ক্র = ক + র; যেমন- চক্র ক্ল = ক + ল; যেমন- ক্