Skip to main content

Posts

Showing posts from March, 2017

জেনে নিন ফেসবুক কর্মীদের বেতন তালিকা !

ফেসবুকে চাকরির করার স্বপ্ন হয়ত অনেকই দেখেন। সিলিকন ভ্যালির হার্ট অফ সিটিতে বসে ফেসবুক অফিসে কাজ করছেন। বিশ্বের একনম্বর জনপ্রিয় কোম্পানির জব স্টাইল যে অন্য পাঁচটা কোম্পানির মতো নয় একথা বলাবাহুল্য। কিন্তু আমাদের জানতে ইচ্ছে তো করে যারা ফেসবুকে চাকরি করে মাসের শেষে কত মাইনে পায়। জব পোর্টাল গ্ল্যাসডোর প্রকাশ করে ফেসবুকের বিভিন্ন পদের বেতন তালিকা। তাদের বেতন তালিকা দেখে সাধারণ চাকরিজীবীদের চক্ষু ছানাবড়া হতে পারে। কিন্তু ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গের বছরে বেতন মাত্র ১ ডলার। যদিও ফেসবুকে তাঁর ব্যক্তিগত শেয়ার রয়েছে ২৮ শতাংশ (২০১২ সর্বশেষ খবর অনুযায়ী)। নীচে ফেসবুকের সর্বোচ্চ ১৫ টি পদের বেতন তালিকা দেওয়া হল। বেসিক বেতন ও বোনাস নিয়ে বছরে তাদের ইনকাম– ১. Engineering Manager: ২ কোটি ৩৩ লক্ষ ৫০ হাজার রুপি (£252k) ২. Software Engineer V: ১ কোটি ৫৯ লক্ষ রুপি (£171k) ৩. Senior Software Engineer:১ কোটি ২৯ লক্ষ ৭৬ হাজার রুপি (£140k) ৪. Software Engineer IV: ১ কোটা ২৮ লক্ষ ৯১ হাজার রুপি (£139k) ৫. Product Manager:১ কোটি ১৯ লক্ষ ৬৫ হাজার রুপি (£129k) ৬. Data Scientist:১ কোটি ১৪ লক্ষ ২ হাজার রুপি (£1

Clash Of Clans এ জেমস কিনুন ফ্রী তে!

Clash Of Clans এর কোনো হ্যাক নাই। আজ আমি আপনাদের যেটা শিখাবো সেটাও কোনো হ্যাক নয়। এক কথায় Clash of Clans Hack impossible!এখানে আপনি বৈধ ভাবে ডলার ইনকাম করবেন এবং তা জেমস কিনতে ব্যয় করবেন। clash of clan গেমসের মুল জিনিসটাই হচ্ছে বিল্ডার , Green gems দিয়ে বিল্ডার নামানো যায়।। আসুন খুব সহজেই জেমস কিনে ফেলি। তাহলে শুরু করা যাক……… # প্রথম_ধাপঃ প্রথমে whaff apps টা এখানেরথেকে নামিয়ে নিন  # ২য়_ধাপঃ apps টা open করে ডানপাশে উপরে login আছে সেখানে ক্লিক করে আপনার ফেসবুক ID দিয়ে login করুন। ID Hack হওয়ার ভয় থাকলে নতুন ID খুলে Login করুন।।এটা জনপ্রিয় App facebook ID hack হবে না।আমি আমার মেইন ID use করছি। # ৩য়_ধাপঃ loging হলে একটা কোড চাইবে। সেখানে এই CZ82576 কোড দিন। এই কোড দেয়ার কারনে আপনি পাবেন .৩০$ ডলার। আর account খোলার জন্য.২০ ডলার। অর্থাৎ, মোট.৫০ ডলার ফ্রি পাবেন। # ৪র্থ_ধাপঃ এবার আপনার income এর পালা। আপনি কোন ফ্রেন্ড কে invite করলেই পাবেন .30$। এভাবে ৩০ জনকে invite করলেই আপনি পাবেন 10$. এছাড়া এখান থেকে আপনার দরকারি যে কোন apps downld করলেও পাবেন দরকারি ডলার। এছাড়াও অনেক উপায় আছ

গ্যালাক্সি এস ৮ ও এস৮+ এখন বাজারে

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এক অনুষ্ঠানে বুধবার রাতে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস ৮ ও এস৮+ প্রকাশ করেছে স্যামসাং। নিরাপত্তায় নতুন মাইলফলক স্থাপনের মাধ্যমে আপনাদের আস্থার স্বীকৃতি স্যামসাং গ্যালাক্সি এস ৮ ও এস৮+ বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। জানা যায়, ৪ জিবি র্যামের নোগাট অপারেটিং সিস্টেমের এ ফোন দুটিতে আছে ১২ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা, যার সামনের ক্যামেরা ৮ মেগাপিক্সেল। স্মার্টফোন হিসেবে প্রচলিত ধারার বাইরে গিয়ে নতুন ধরনের গ্যালাক্সি এস ৮ বাজারে ছাড়ল তারা। ব্যাটারিতে ত্রুটি থাকার ফলে গ্যালাক্সি নোট ৭ নিয়ে বেশ বিপাকে পড়েছিল প্রতিষ্ঠানটি। আর তাই নতুন স্মার্টফোন দুটি প্রকাশের সময় সে কথাই ফের স্মরণ করিয়ে দিলেন স্যামসাংয়ের মোবাইল ব্যবসার প্রেসিডেন্ট ডিজে কোহ।

প্রত্যাশা পূরণ করতে পারবে নকিয়া ৩৩১০?

১৭ বছর পর পুনরায় বাজারে আসতে যাচ্ছে নকিয়া ৩৩১০। প্রযুক্তি দুনিয়ায় এই অভিনব ঘটনার একমাত্র যৌক্তিক ব্যাখ্যা হতে পারে 'মার্কেটিং স্টান্ট'। তবে কি ব্যর্থ হবে নকিয়া ৩৩১০? খুব সম্ভবত - না।  নকিয়া বাজার হারাতে শুরু করে স্মার্টফোন যুগ শুরুর অব্য‌ব‌হিত পরেই। নকিয়া হার্ডওয়্যার কোম্পানি হিসেবে সফল ছিল। কিন্তু, স্মার্টফোন যুগের চাহিদা ছিল সর্বাধুনিক সফটওয়্যার পণ্যের। অ্যাপল, গুগল সফটওয়্যার নির্মাণের পাশাপাশি দক্ষতার পরিচয় প্রদান করে হার্ডওয়্যার আউটসোর্সিং নীতিতে। কাজেই এই সকল কোম্পানি শুধুমাত্র ফোন নির্মাণ নয়, মনোনিবেশ করে সেরা সফটওয়্যার ও হার্ডওয়্যার নির্মাতার সম্মিলন ঘটানোর কাজে। নকিয়া ব্যর্থ হয় এখানেই। পরবর্তীতে ২০১৪ সালে নকিয়া ব্যবসা বিক্রয় করে সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটের কাছে। মাইক্রোসফট মূলত তাদের মোবাইল অপারেটিং সিস্টেমের প্রসারে প্রায় ৭বিলিয়ন ডলারে কিনে নেয় নকিয়া। পরবর্তীতে ২০১৬ সালে তারা নকিয়ার ফিচারফোন ব্যবসা বিক্রয় করে এইচএমডি গ্লোবাল নামের ফিনিস্ কোম্পানির কাছে। এইচএমডি শুধুমাত্র ফিনল্যান্ডের কোম্পানি বলেই নয়, নকিয়ার হেডকোয়ার্টারের বিপরীত দিকে অবস্থিত এই প্রতিষ্ঠ

Special pc software 1

যাদের মোবাইলে Nokia Headphone সাপোর্ট করে না তারা নিয়ে নিন সমাধান

প্রথমে আপনার নকিয়া হ্যাডফোনটা কোন ট্যাস্টার বা সূচ দিয়ে খুলুন। খোলার পর নিচের ছবির মতো চিহ্নিত যে দুইটা তার আছে এগুলোকে আমাদের একসাথে লাগিয়ে দিতে হবে, তবেই যেকোনো মোবাইলে সাপোর্ট করবে দুইটা তার আপনি ঝালাই করে লাগিয়ে দিতে পারেন, আর যদি আপনার কাছে ঝালাই মেশিন না থাকে তবে একটা তার কেটে তার ভেতর থেকে সোবালি রঙের তার নিয়ে ছোট একটা কুন্ডলি বানান এবং উপরের ছবির চিহ্নিত স্থানের উপর ট্যাপ দিয়ে লাগিয়ে দিন। বুঝতে না পারলে নিচের ছবিটা দেখুনঃ এভাবে ট্যাপ দিয়ে আটকিয়ে এবার হ্যাডফোনটা আগের মতো করে ফিটিং করে নিন, ব্যস এবার মোবাইলে লাগিয়ে দেখুন চমৎকার !!

এখন থেকে আপনার Computer এর মাউসের কাজ সমপন্ন করুন Android দিয়ে।

                                   তবে চলুন দেখি বিস্তারিত- কাজটি করতে আপনার দরকার হবে একটি স্মার্টফোন এবং রিমোট মাউস নামের একটি অসাধারণ অ্যাপ। স্টেপ ১ প্রথমে এই লিংক থেকে দরকারি অ্যাপ টি ডাউনলোড করে নিন,  অ্যান্ড্রয়েড click now স্টেপ ২ এবার আপনার পিসির জন্য রিমোট মাউস সার্ভার অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করে নিন  এখান থেকে উইন্ডোজ । স্টেপ ৩ এবার আপনার ডিভাইস এবং পিসিকে একই সার্ভারের সাথে কানেক্ট করুন! স্টেপ ৪ খুব সহজে পিসিতে আইপি অ্যাড্রেস বা কিউ  আর কোড খুঁজে পাবেন।  স্টেপ ৫ এবার আপনার ফোনে থাকা রিমোট অ্যাপ টি ওপেন করুন এবং আইপি অ্যাড্রেস বা কিউআর কোডের মাধ্যমে পিসির সাথে কানেক্ট করুন। স্টেপ ৬ সব গুলো কাজ ঠিক মতো করার পরে দেখবেন পিসির মাউস নেভিগেশন আপনার স্মার্টফোনে চলে এসেছে। ### রিমোট মাউস অ্যাপটি অনেকটাই ম্যাকবুকের টাচপ্যাডের মতো কাজ করে। একটি আঙ্গুল দিয়ে টাচ করলে লেফট ক্লিক আর ২টি আঙ্গুল দিয়ে একসাথে টাচ করলে রাইট ক্লিকের কাজ করবে। চাইলে ইচ্ছা মতো সেটিং করে মাউসের গতি কম বেশী করে নিতে পারবেন। আবার ইচ্ছা করলে পিসি সার্টডাউন’ও করতে পারবেন।

যাদের ফোনে IMEI NULL দেখায় তাদের জন্য সমাধান।

এ পদ্ধতি কেবলমাত্র তখনি কাজ করবে যখন আপনারফোনের IMEI নাম্বার null দেখাবে কিংবা Baseband UNKNOWN দেখাবে। ১ । প্রথমে নিচের লিংক থেকে IMEI.zip নামেরফাইল টি নামিয়ে নিন। এখান থেকে ২ । তারপর ফাইল টি আপনার কম্পিউটারের ডেস্কটপে রাখুন ও এক্সট্রাক্ট করুন।দেখবেন IMEIনামের একটা ফোল্ডার এসেছে। ৩ । এবার আপনার মোবাইলের ব্যাটারি খুলুন।দেখবেন একটা স্টিকারে আপনার ফোনের IMEIনাম্বার লিখা আছে। ৪ । এবার IMEI ফোল্ডারের উপর Shiftচেপে ধরে মাউসের Right ক্লিক করুন।দেখবেন”Open command window here” অথবা “CMD here as admin”অপশান এসেছে।দুইটার যেটাই আসুক সিলেক্ট করুন।দেখবেন একটা কমান্ড উইনডো ওপেন হয়েছে।সেখানে নিচের মত করে লিখুন। imei.exeঅর্থাৎ এর জন্য আপনার প্রথম ১৫ সংখ্যার IMEIলিখবেন এবং এর জন্য দ্বিত্মিয় ১৫ সংখ্যার IMEIলিখবেন।অবশ্যই ছাড়া।দুইটি IMEI এর মাঝে স্পেসথাকবে। এক্সাম্পল – imei.exe 12345678910111 11101987654321 ৫ । এবার Enter চাপুন।New IMEI in file=MPOB_001_NEWলিখা উঠলে ফোল্ডার(IMEI) টি খুলুন। ৬ । দেখবেন MPOB_001_NEW নামের একটি ফাইলক্রিয়েট হয়েছে। এটাকে রিনেইম করে MPOB_001দিন। ৭ । আপনার ফোন

গাড়ীতে বসলে ‘বমি’ আসে আপনার? তাহলে জেনে নিন কি করতে হবে আপনাকে!

গাড়িতে চেপে বসেছেন কোথাও যাবেন বলে। গাড়ি চলছে। কিছুদূর যেতেই শরীরটা কেমন কেমন লাগছে, মাথা ঘোরাচ্ছে, বমি বমি লাগছে এবং শেষে বমি হয়েও গেল। একবার নয়, একাধিকবার। বমি হয়ে যে স্বস্তি, তাও নয়। শরীরটা কেমন কেমন যেন লাগছে। যেকোনো যান বাহনে চড়ার পর অনেকেরই এমন অবস্থা হয়। এ সমস্যার নাম মোশান সিকনেস। গাড়ি যখন চলা শুরু করে, আর আপনার দৃষ্টি গাড়ির ভেতরে, তখন আপনার অন্তঃকর্ণ বলে, আপনিও চলছেন গাড়ির গতিতে। কারণ গাড়ি চলার সঙ্গে সঙ্গে আপনার অন্তঃকর্ণেও তরল পদার্থের নড়াচড়া হয়। সে জন্য অন্তঃকর্ণ চলার সিগন্যাল পাঠায় আপনার মস্তিষ্কে। কিন্তু আপনার চোখ বলে না। আপনি স্থির আছেন; চলছে না কিছুই। এমন অবস্থায় আপনার ব্রেন বলে, বেচারা চোখ অথবা অন্তঃকর্ণ দুটোর যে কোনো একটা ঘোরের মধ্যে আছে। ভাবে, কোনো বিষাক্ত জিনিস খাওয়ার কারণই এমন নেশার অবস্থা হয়েছে। সুতরাং বিষাক্ত জিনিস বের করিয়ে দিতে দেয় বমি করিয়ে। বমি হয়। মোশান সিকনেস পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব নয়। তবে চলার পথেকিছু টিপস উপকারে আসবে। – গাড়ির ভেতরে দৃষ্টি নিবদ্ধ না রেখে যতদূর সামনে দৃষ্টি যায়, তাকিয়ে থাকুন। আপনার অন্তঃকর্ণ ও চোখ তখন একই সিগন্যাল পাঠাবে মস্ত

গ্রামীণফোন এর ২০ তম জন্মদিনে সারপ্রাইজ অফার সবার জন্য!

গ্রামীণফোন এর ২০ তম জন্মদিনে সারপ্রাইজ অফার সবার জন্য! আপনার অফারটি জানতে *2020#  (ফ্রি)! ডায়াল করুন এবার  Maseages_Box  এ চেক করে দেখুন,,,,,আপনার সিমের জন্য কোন অফার প্রয়োজ্য।

কী থাকছে অ্যান্ড্রয়েড ‘ও’ অপারেটিং সিস্টেমে

গুগল সম্প্রতি তার পরবর্তী অপারেটিং সিস্টেম ‘অ্যান্ড্রয়েড ও’-এর প্রাক্সংস্করণ প্রোগ্রামারদের জন্য উন্মুক্ত করেছে। নতুন অপারেটিং সিস্টেমে খুব বেশি নতুনত্ব না থাকলেও এটি ব্যবহারকারীদের জন্য অ্যান্ড্রয়েডকে আরও সহজ করতে সাহায্য করবে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, এটি স্মার্টফোনের ভেতরে-ভেতরে চলতে থাকা অ্যাপগুলো নিয়ে কাজ করবে। এতে করে ফোন, ট্যাবলেট ও অন্যান্য যন্ত্রে ব্যবহৃত ব্যাটারির স্থায়িত্ব বাড়বে। অ্যাপের কাজ স্বয়ংক্রিয়ভাবে কমে যাবে ব্যাকগ্রাউন্ড সেবা ও ভৌগোলিক অবস্থানের সর্বশেষ তথ্য নেওয়ার ক্ষেত্রে। এগুলোই ব্যাটারির চার্জ নিঃশেষ হতে ভূমিকা রাখে। এ ছাড়া নতুন এই সিস্টেমটি ব্যবহারকারীদের নোটিফিকেশন পাওয়ার ক্ষেত্র নিয়ন্ত্রণের সুবিধা দেবে। নতুন অটোফিল এপিআইগুলো কোনো নির্দিষ্ট অ্যাপে ব্যক্তিগত তথ্য জমা করে রাখার সুবিধাও দেবে। যেমনটা তারা পাসওয়ার্ড ম্যানেজারে করে থাকে। ফোন ও ট্যাবলেটে এখন থেকে ছবির মধ্যে ছবি দেখানো যাবে। অর্থাৎ অন্য অ্যাপ চালু থাকা অবস্থায় ব্যবহারকারীরা ভিডিও দেখতে পারবে। এ সিস্টেমে নতুন ব্লুটুথ অডিও কোড সমর্থন করবে। যারা অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে কিবোর্ড যো